২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন দুই সাংবাদিক মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ

0
62

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পেলেন দুই সাংবাদিক। মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভ। শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে ঘোষণা করা হল ২০২১-এর নোবেল শান্তি পুরস্কারজয়ীদের নাম। এরপরই নরওয়েজিয়ান নোবেল কমিটির সভাপতি বেরিট রিস-এন্ডারসেন বলেন, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টার জন্য মারিয়া রেসা এবং দিমিত্রি মুরাতভকে ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা যেকোনও দেশের গণতন্ত্র এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে।

Nobel peace prize
ছবি সৌজন্যে: টুইটার

১৯৬৩ সালের ২ অক্টোবর ফিলিপিন্সের ম্যানিলায় জন্মগ্রহণ করেন মারিয়া রেসা। পেশায় তিনি একজন ফিলিপিনো সাংবাদিক এবং লেখক। আন্তর্জাতিক সংস্থার তদন্তমূলক সাংবাদিক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। ২০২০ সালে একবার ফিলিপাইনের সাইবার ক্রাইম বিরোধী আইনের অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে। ফিলিপাইনের এই ঘটনাকে মানবাধিকার গোষ্ঠী এবং সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতার উপর আক্রমণ হিসাবে নিন্দা করা হয়েছিল।

আরও পড়ুনঃ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পদক এল ভারতের ঘরে, রুপো জিতলেন অংশু মালিক

অন্যদিকে, ১৯৬১ সালে রাশিয়ার সামারায় জন্মগ্রহণ করেন আরেক নোবেল শান্তি পুরস্কারজয়ী দিমিত্রি আন্দ্রেইভিচ মুরাতভ। তিনিও দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টায় এই দুই সাংবাদিকের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন নোবেল কমিটি। সেই কারণেই ২০২১-এর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে মারিয়া রেসা ও দিমিত্রি মুরাতভের নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here