রোজগারের দিশা দেখাচ্ছে গাঁদাফুল

0
45

সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ

দুর্গাপুর শহর থেকে কিছুটা দূরে দামোদর নদ। সেই নদের ধারে মানা চর। এখানকার মহিলারা সারা বছর গাঁদা ফুলের চাষ করেন। গাঁদার মালা তৈরি করে টাকা রোজগার করেন।

মূলত তৎকালীন পূর্ববঙ্গ থেকে আসা এই মানুষেরা এখানে বসতি গড়ে তুলেছেন। এলাকার মহিলারা বলছেন, তাঁদের স্বামীরা কেউ দিনমজুর, কেউ মাছ ধরে সংসার চালান। কিন্তু তাতেও সংসারের অভাব মেটে না। তাই বাধ্য হয়েই গাঁদা ফুলের চাষ ও গাঁদার মালা বিক্রি করতে হচ্ছে। তাতে রোজগারের সুযোগও রয়েছে।

নিজস্ব চিত্র

ভোর বেলায় মাঠ থেকে গাঁদা ফুল তুলে মালা গাঁথা শুরু হয়। প্রায় দুই ফুট লম্বা কুড়িটি মালা নিয়ে তৈরি হয় এক গোছা। এক গোছা মালা তৈরি করতে পারলে একজন দশ টাকা মজুরি পান। এইভাবে চেষ্টা করা হয় যাতে এক একজন কমপক্ষে ১৫ গোছা মালা তৈরি করতে পারে। মালা তৈরীর পর দুর্গাপুর স্টেশন বাজারে এসে সেগুলি চলে যায় বিভিন্ন জায়গায়। যেমন পূর্ব বর্ধমান, আসানসোল, চিত্তরঞ্জন প্রভৃতি জায়গায়। মালা ব্যবসায়ীরা বলছেন, সারাবছর গাঁদার মালার চাহিদা থাকলেও শীতকাল, শিবরাত্রি মরশুমের চাহিদা বাড়ে। তাই এই সময় বাড়তি রোজগারেরও সম্ভাবনা থাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here