মনিরুল হক, কোচবিহারঃ
অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযানে নামল মাথাভাঙ্গা থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে কোচবিহার জেলার নিশিগঞ্জ সংলগ্ন মাঘপালার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ বিঘা জমির অবৈধ গাঁজার গাছ নষ্ট করল পুলিশ।
জানা গেছে, নিশিগঞ্জে দীর্ঘদিন থেকে ওই এলাকায় গাঁজা চাষ হয় এবং পুলিশি অভিযানও চলে কিন্তু তারপরেও গাজা চাষ বন্ধ হচ্ছে না। তারপর গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ ওই নিশিগঞ্জ সংলগ্ন মাঘপালার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ বিঘা জমি গাঁজার গাছ নষ্ট করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।
মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার বলেন, গোপন সুত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা এসডিপিও শুভেন্দু মন্ডলের নেতৃত্বে এদিন বিশাল পুলিশ বাহিনী নিশিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং প্রায় ১৫ বিঘা জমির গাঁজা নষ্ট করে। তিনি আরও বলেন, যারা ওই গাঁজা চাষের প্রকৃত মালিক তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এবং কার জমিতে ওই সব গাঁজা চাষ হচ্ছে। ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের দিয়ে জমির মালিকানার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এধরনের পুলিশি অভিযান আমাদের আগেও চলছে। আগামীতেও চলবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: বেহাল সেতু,ভারী যান চলাচলে বিপর্যস্ত জয়দেব মন্দির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584