বাজারের ব্যাগ বিতরণ ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে

0
89

নিজস্ব সংবাদদাতা,মালদহঃপ্লাস্টিক ব্যাগ বর্জন করতে আরো একটি উদ্যোগ নিলো মালদার ইংরেজবাজার পৌরসভা।লক্ষ শহরকে প্লাস্টিক মুক্ত করা।মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভার ভবন থেকে শতাধিক সহরবাসীর হাতে বাজারের জন্য ব্যবহার যোগ্য ব্যাগ তুলে দিলেন পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ।

ব্যাগ বিতরণ চলছে।ছবিঃঅভিষেক দাস

পৌরসভার এদিনের প্লাস্টিক ব্যাগ বর্জন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ ছাড়াও পৌরসভার কাউন্সিলর সহ পৌর কর্মীরা।দুটি করে ব্যাগ তুলে দেওয়া হয় জনসাধারণের হাতে।এপ্রসঙ্গে চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ বলেন,”প্লাস্টিক ব্যাগ বর্জন করার লক্ষে আমার পৌরসভার পক্ষ থেকে বেশ কয়েকটি পরিকল্পনা নিয়েছি।যারা এককালীন একবছরের কর পৌরসভাকে দিয়েছে তাদেরকেই আজ দুটো করে ব্যাগ দেওয়া হয়েছে।

ব্যাগ বিতরণ চলছে।ছবিঃঅভিষেক দাস

একটি ব্যাগ নিরামিষ বাজারের জন্য বড়ো আকারের ব্যাগ এবং অপরটি আমিষ বাজারের জন্য ছোট আকারের ব্যাগ।এই ব্যাগ নিয়ে বাজারে গেলে কেরিবাগ বর্জনে মানুষ আগ্রহী হবে বলেই আমাদের এই উদ্যোগ”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here