লকডাউনের জেরে বন্ধ বাজার, কোন মতে দিন কাটছে গ্রামবাসীদের

0
40

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ইতিমধ্যেই নোভেল করোনা ভাইরাসের আতংকের জেরে লকডাউন করে দেওয়া হয়েছে গোটা দেশকে। রাজ্যের পাশাপাশি জেলাতেও একই চিত্র ধরা পড়ল এই দিন। যেখানে জেলা স্বাস্থ্য দফতর থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দফতরের প্রচেষ্টায় এবং বর্তমান পুলিশ প্রশাসনের সহযোগিতায় তৎপরতার ছবি উঠে এসেছে।

closed market | newsfront.co
বন্ধ হাট। নিজস্ব চিত্র

সেই লক্ষ্যেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার দু-দিনই এখানে হাট বসে। এই হাটে জঙ্গলমহল এলাকার মানুষ ছাড়াও, গ্রামের বহু মানুষ এখানে এসে দৈনিক সবজি বাজার সহ দৈনন্দিন জীবনের একাধিক সামগ্রী কিনে নিয়ে যায়।

আরও পড়ুনঃ রাস্তার ভবঘুরেদের মুখে অন্ন দিয়ে নজির গড়লেন তিন বন্ধু

market | newsfront.co
জাতীয় সড়কে বসা বাজার। নিজস্ব চিত্র

কিন্তু বর্তমানে লকডাউন হওয়ার ফলে বন্ধ হয়ে গেল এই হাট বাজারও। তবে সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের দু’ধারে বিভিন্ন সবজি নিয়ে বসে ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ  করোনা রুখতে দোকানের সামনে লক্ষণ গন্ডী প্রশাসনের

মূলত রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে দৈনন্দিন জীবনের বেশ কিছু জিনিসপত্র নেওয়ার দোকান খোলা থাকবে। সেই নির্দেশ অনুসারেই বসেছে সবজির বাজার। তবে দোকান বসলেও দাম কিন্তু আকাশছোঁয়া। সবজি থেকে মশলা, দাম বেশি হলেও পকেট বাঁচিয়ে সবকিছুই অল্পসল্প করে কিনছেন ক্রেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here