নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জয়গাঁ সুমসুমি বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড।রাত প্রায় একটা নাগাদ জয়গাঁ সুমসুমি বাজারে একটি ফার্ণিচার কারখানা ও টায়ার দোকানে আগুন লাগে আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে ভূটান,হ্যামিলণ্টণগঞ্জ ও আলিপুরদুয়ার থেকে দমকলের সাতটি ইঞ্জিন পৌছায়।প্রায় চার ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এলাকার বাসিন্দারা জানান গতকাল রাত বারোটা নাগাদ প্রকাশ অগ্ৰয়াল এর সোফা কারখানাতে আগুন লাগে এবং পাশে মহঃ সিরাজের টায়ার দোকানে আগুন লাগে।দেখতে দেখতে আগুন বিশাল আকার ধারণ করে।মহঃ সিরাজ জানান তার লক্ষাধিক টাকার টায়ার ও মেশিন ভস্মীভূত হয়ে গেছে। এলাকার বাসিন্দারা জানান আগুন এত ভয়ঙ্কর আকার ধারণ করেছিল যে আমরা ভয়ে আতঙ্কে সব ঘড় থেকে বেরিয়ে আসি। সোফা কারখানা মালিক প্রকাশ অগ্ৰয়াল জানান যে আমার সোফা কারখানা সব কিছু পুড়ে ভস্মীভূত কিছু নেই সব শেষ পুড়ে গেছে।তিনি আরও বলেন দমকল দেরি করে এসেছে তাড়াতাড়ি আসলে হয়ত কিছুটা বাঁচতো এই আগুন থেকে।
আরও পড়ুন: আয়ুষ্মান কার্ড নষ্টের অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584