ভিড় এড়াতে খোলা মাঠে বাজার সরালো প্রশাসন

0
47

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

শুক্রবার প্রশাসনের হস্তক্ষেপে ইটাহার সদরের পাইকারি সবজি বাজার সরিয়ে নিয়ে যাওয়া হল ইটাহারে নব নির্মিত বাস টার্মিনাস ও পথসাথী মাঠে। এতদিন ইটাহার চৌরাস্তা এলাকায় উল্কা ক্লাবের মাঠে বসত পাইকারি সবজি বাজার।

itahar market | newsfront.co
ইটাহারের বাজার, নিজস্ব চিত্র

কিন্তু বর্তমানে দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন থাকার কারণে, বাজার ঘাটে সাধারণ মানুষের জমায়েত করা যাবে না বলে জানিয়েছিল প্রশাসন। কিন্তু তাতে কাজ না হওয়ায় বাজারের জায়গা পরিবর্তন করা হল।

আরও পড়ুনঃ লকডাউনে রক্ত সংকট,পিংলার থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পাশে মেদিনীপুরের যুবক

Ishlampur market | newsfront.co
ইসলামপুরের বাজার, নিজস্ব চিত্র

এদিন সকাল থেকে বাজার কমিটির উপস্থিতিতে বাস টার্মিনাস ও পথসাথী মাঠে পাইকারি সবজি বাজার বিক্রি বাটা চলে নিদির্ষ্ট দূরত্ব বজায় রেখে।অন্যদিকে, ইসলামপুরেও ভিড় এড়াতে বাজার সরিয়ে ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে ভিড় করেই সেখানেও চলছে কেনাকাটা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here