বৌভাতে রক্তদান শিবির করে অনন্য নজির সৃষ্টি

0
130

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুরঃ
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে কেশপুর ব্লকের রাউতা গ্রামের সুদর্শন কলার কনিষ্ঠ পুত্র প্রণব কলার বৌভাতের প্রীতিভোজে রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো শনিবার দুপুরে।

নিজস্ব চিত্র।

শুক্রবার প্রণব বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ঘাটালের খড়ারের বাসিন্দা জয়দেব মাজীর কন‍্যা পাপিয়ার সাথে।বিভিন্ন সংগঠন ,এমনকী সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে রক্ত দানের কথা আমরা জানি।জন্মদিনে, এমনকী মৃতবাবার শ্রাদ্ধবাসরেও রক্তদানের কথা আমরা জানি।কিন্তু বৌভাতে রক্তদানের অভিনব উদ্যোগ খুব একটা নজরে পড়ে না।

নিজস্ব চিত্র।

এই প্রশংসনীয় উদ্যোগে কলা পরিবারের পাশে দাঁড়িয়েছেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যবৃন্দ ও স্থানীয় রাউতা সূর্যতোরণ ক্লাব। রক্ত সংগ্রহে এগিয়ে এসেছেন মেদিনীপুর সদর হাসপাতালের ব্লাড ব্যাংক। রক্তদানে অংশ নিয়েছেন প্রীতিভোজে আগত অতিথি ও গ্রাম বাসীবৃন্দ।

নিজস্ব চিত্র।

প্রথম রক্ত দাতা হিসেবে রক্তদান করেন ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক জয়ন্ত মুখার্জী, যিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা। এই মহতী রক্তদান শিবিরের সূচনা করেন জেলামুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃগিরিশচন্দ্র বেরা। এই শিবিরে বিশেষ রক্তদাতা হিসেবে উপস্থিত ছিলেন রাজ‍্যের দৃষ্টিহীন ক্রিকেট দলের সদস্য অরবিন্দ পাত্র ।

নিজস্ব চিত্র।

শনিবারের এই শিবিরে মোট ১৭জন রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে ২জন মহিলাও ছিলেন।গৃহকর্তা সুদর্শন কলা ও গৃহকর্ত্রী শিবানী কলা উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান।মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক গিরীশবাবু এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, সামাজিক এই কর্মকাণ্ডে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান।

নিজস্ব চিত্র।

রক্তদাতাদের হাতে মেদিনীপুর কুইজ কেন্দ্রের পক্ষ থেকে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় উপহার হিসেবে। রক্তদাতাদের উৎসাহ দিতে এবং শিবিরটিকে সাফল‍্যমন্ডিত করে তুলতে কুইজ কেন্দ্রের সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন চঞ্চল হাজরা,সুভাষ জানা, স্নেহাশীষ চৌধুরী, সুদীপকুমার খাঁড়া,সঞ্জীব জানা,শবরী বসু, প্রসূনকুমার পড়িয়া, সেলিম মল্লিক,সাগরময় জানা প্রমুখ বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ।পরিবারের পক্ষে প্রণবের দাদা প্রশান্ত কলা বলেন, এই সামাজিক কাজে পরিবারকে যুক্ত করতে পেরে আনন্দ হচ্ছে।

নিজস্ব চিত্র।

আর নবদম্পতি প্রণব ও পাপিয়া জানান এই রকম একটি সামাজিক দায়বদ্ধতার কাজের মধ্য দিয়ে নিজেদের নতুন জীবন শুরু করতে পেরে খুব আনন্দ হচ্ছে, এটা সারাজীবনে মনে থাকবে।

নিজস্ব চিত্র।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here