নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ শহরের সবচেয়ে দামী অ্যাপার্টমেন্ট গুলির মধ্যে একটি হল আরবানা। সেখানেই হল শুভশ্রী ও রাজের বউভাত। বাওয়ালি রাজবাড়িতে তাদের বিয়ের দিন অনেক তারকা আসতে না পারলেও বউভাতে হাজির হলেন অনেকেই। টলিপাড়ার সেই অথিতিদের তালিকার মধ্যে কয়েকজনের ছবি এখন রীতিমত ভাইরাল। রিসেপশন পার্টির মজলিস জমাতে আরবানায় এসে উপস্থিত হলেন শ্রাবন্তী, কোয়েল, বনি, কৌশানি, নুসরত সহ আরও অনেকে। অধিকাংশ সেলেব্রিটিরাই এসেছিলেন জুটি বেঁধে। যেমন কোয়েল মল্লিক বউভাতে এসেছিলেন স্বামী নিসপাল সিং রানের সঙ্গে।
খুবই সাধারণ পোশাকে দেখা গেল এই জুটিকে। হালকা কমলা রঙের শাড়ি পরেছিলেন কোয়েল। আর রানেকে দেখা গেল ফর্মালসে। স্টেজে দাড়িয়ে ফোটোশ্যুটের সময় কোয়েল-রানের সঙ্গে বেশ হাসিঠাট্টায় মেতে উঠেছিল নবদম্পতি। অন্যদিকে টলিউডে লুকিয়ে লুকিয়ে যাঁরা প্রেম করছেন তাঁরাও একসঙ্গে এন্ট্রি নিলেন গ্র্যান্ড রিসেপশনে। যেমন কৌশানি-বনি, অঙ্কুশ-ঐন্দ্রিলা। ফর্মালে ছিলেন বনি সেনগুপ্ত। কৌশানি তাক লাগালেন ফ্লোরাল আউটফিটে। অঙ্কুশও বাকিদের মতো গ্রে-স্যুটে নজর কাড়লেন সকলের। ঐন্দ্রিলার সৌন্দর্য যেন চুমকি বসানো লেহেঙ্গাতে আরও বেড়ে গিয়েছিল।
নুসরত, শ্রাবন্তী, সায়ন্তিকা রিসেপশন পার্টি অ্যাটেন্ড করলেন ভিন্ন স্টাইল স্টেটমেন্টে। শ্রাবন্তীকে সিম্পল একটি সালওয়ারে একই রকম সুন্দর লাগছিস। অন্যদিকে এলিগেন্ট লুকে ধরা দিলেন সায়ন্তিকা। নুসরতের সাজ ছিল একদম অন্যরকম। নেটের গোল্ডেন শাড়ি পরে পার্টিতে উষ্ণতার পারদ চড়ালেন অনেকখানি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584