আত্মরক্ষার প্রশিক্ষনের লক্ষ্যে মার্শাল আর্ট ট্রেনিং

0
138

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আজ ফালাকাটার সমাজসেবক অরিন্দম বিশ্বাসের বাইশতম জন্মদিন-উপলক্ষে বিনামূল্যে মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের শুভ উদ্ভোধন হল ফালাকাটা ডাকবাংলা ময়দানে।
চারিদিকে যেভাবে ক্রমশ নারী নির্যাতন ও ধর্ষণ হচ্ছে,তা রুখতে মেয়েরা যাতে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে পারে এই জন্যই মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার খোলা হল আজ। ৩০জন মেয়েকে নিয়ে আজ পথ চলা শুরূ।

চলছে প্রশিক্ষণ।নিজস্ব চিত্র

এই ট্রেনিং চলবে সপ্তাহে তিনদিন। কেরাটে ব্লাক বেল্ট চ্যাম্পিয়ান সেনসি যোদু কৃত্তনিয়া ট্রেনিং দেওয়াবে।
অরিন্দম বিশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠন
ফালাকাটা ব্লাড ডোনার অর্গানাইজেশনের কো-অর্ডিনেটর। আজ তার জন্মদিন-উপলক্ষে ফালাকাটা ডাক বাংলোয় কেক কেটে সদস্যদের মধ্যে সেলিব্রেশন করা হয়।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজাবৈদ্য, সদস্য ফালাকাটার সায়নী সরকার,সায়নী ভাওয়াল,টুবাই গোপ,তনয় দাস,অনিতা সরকার,ইশানি সাহা,শুভজিৎ ধর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here