গান্ধী জয়ন্তীতে সাফাই অভিযান

0
161

সুদীপ কুমার খাঁড়া,মেদিনীপুর:

মেদিনীপুর শহরের অন্যতম ফুসফুস হলো শহরের প্রানকেন্দ্রে অবস্থিত মেদিনীপুর কলেজ কলিজিয়েট ময়দান । কিন্তু দুর্গাপূজা ও মহরম উৎসবের কারণে শহরের আর পাঁচটি মাঠের মতো থার্মোকল ,প্লাসটিক সহ নানা আবর্জনায় ভরে উঠেছিল কলেজ কলিজিয়েট ময়দান ।

সেই ময়দানকে দূষনের হাত থেকে বাঁচাতে স্বচ্ছতা দিবস গান্ধী জয়ন্তীর দিন উদ্যোগী হলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোসাল ওয়েলফেয়ার সোসাইটি ।সোমবার বিকেলে সংস্থার জনা কুড়ি সদস্য-সদস্যা সামিল হলেন কলেজ কলিজিয়েট ময়দান সাফাই অভিযানে।প্রায় দু ঘন্টা ধরে চললো একদিনের প্রতীকী এই সাফাই অভিযান ।

সচেতন করা হলো মাঠে খেলতে আসা খেলোযাড় ও বৈকালিক ভ্রমণে আসা মানুষজনকে। পরে সন্ধ্যায় শহরের গান্ধীমোড়ে গান্ধীমূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচী শেষ হয়।

অভিযানের পর।

এই সাফাই অভিযানে যোগ দেন মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক প্রসূণ পড়িয়া, ভাদুতলা হাইস্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী, শিক্ষিকা শবরী বসু, শিক্ষক সুজন বেরা, স্নেহাশীষ চৌধুরী, সুভাষ জানা, অরিন্দম দাশ, মনিকাঞ্চন রায়, শান্তনু ঘোষ, সৌনক সাহু প্রমুখ পরিবেশপ্রেমী গণ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here