করোনা যোদ্ধাদের নিয়ে নয়া উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রশাসনের

0
36

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মহামারী ভাইরাসের মোকাবিলায় এবার নতুন ভাবনা ধারায় যোদ্ধা তৈরি করতে চাইছে রাজ্য স্বাস্থ্য দফতর থেকে রাজ্য প্রশাসন। যেসব যুবক মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে তাদের ইচ্ছা অনুযায়ী মহামারী ভাইরাসের জুতো তৈরি করতে চাইছে রাজ্য সরকার।

persons | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিমধ্যেই এই মহামারী ভাইরাসের নতুন যোদ্ধা হিসেবে একাধিক যুবক রাজ্য সরকারের পাশে দাঁড়াতে চাইছে এই মহামারী ভাইরাসের মোকাবিলায়। সোমবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ২ নং ব্লকের করোনা জয়ী রোগীকে স্বাস্থ্যদফতরের ব্যবস্থাপনায় এবং কোলাঘাট ব্লকের বিডিওর উদ্যোগে কলকাতায় পাঠানো হল মহামারী ভাইরাসের যোদ্ধা হিসেবে। জানাগিয়েছে কলকাতায় দুজনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এরপর রাজ্যের যেকোন কোভিড হাসপাতালে চিকিৎসার কাজের জন্য পাঠানো হবে ওইসব করোনা যোদ্ধাদের। জানা গিয়েছে মহামারী ভাইরাসকে জয় করে কোলাঘাট ব্লক এলাকা থেকে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে করোনা যুদ্ধে শামিল হয়েছে ওই দুজন যোদ্ধা এবং রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি ওই দুই করোনাজয়ী।

আরও পড়ুনঃ তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আনন্দপুর ,আহত ৪

এই বিষয়ে কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল বলেন, “আমাদের ব্লক থেকেই ইতিমধ্যেই ছয় জন করোনা যোদ্ধা হিসেবে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন, এটা খুব আনন্দের ব্যাপার যে এলাকার যুবকরা এই করোনা যুদ্ধে শামিল হচ্ছে। আগামী দিনে এই মহামারী ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here