শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
রাজ্য সরকারের উদ্যোগে কন্যাশ্রীদের স্বাবলম্বী করে তুলতে স্কুল-কলেজে কন্যাশ্রীদের জন্য মার্শাল আর্ট ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করা হল।
দক্ষিণ দিনাজপুর জেলার যে সমস্ত স্কুলে কন্যাশ্রীদের মার্শাল আর্ট ট্রেনিং দেওয়া হয়, তার মধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির মার্শাল আর্ট ট্রেনিং প্রাপ্ত কন্যাশ্রীদের নিয়ে রাজ্যে প্রথমবারের জন্য কন্যাশ্রী মার্শাল আর্ট কম্পিটিশনের আয়োজন করা হল।
দুই দিনের এই কম্পিটিশনে প্রায় ৩০০ জন কন্যাশ্রী যোদ্ধা অংশগ্রহণ করেছিল। আজ বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর প্রশাসনিক ভবনের নিজস্ব সভাগৃহ বালুছায়া সভাগৃহে সেই প্রতিযোগিতার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হল।
আরও পড়ুনঃ সামুদ্রিক শূকর দেখতে ভিড় আমজনতার
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, ম্যাকিনটোশ বার্নের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
প্রতিযোগিতা শেষে এবং প্রতিযোগিদের হাতে বিশিষ্টজনেরা পুরস্কার তুলে দিয়ে তাদের সম্মানিত করেন। জেলার কন্যাশ্রীর আত্মনির্ভর করে তুলতে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারণ মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584