শহিদ বিপুল রায়ের কফিনবন্দি দেহ ফিরছে গ্রামের বাড়িতে

0
54

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

চিনা সেনার ঘায়ে শহিদ বিপুল রায়ের কপিনবন্দি দেহ ফিরছে গ্রামের বাড়িতে। বীর সেনাকে শেষ শ্রদ্ধা জানাতে তৈরি হচ্ছে বিন্দিপাড়া। শেষ একটাবার তাকে দেখার জন্য গ্রামবাসীরা এখন অপেক্ষায়।

লকডাউনের পর বাড়ি ফেরার কথা ছিল তার। আর বাড়ি ফেরা হল না। তবে ফিরছে তার কফিন বন্দী নিথর দেহ। সারাদিন ঠায় অপেক্ষায় ছিল গোটা গ্রাম। অপেক্ষা করছে গোটা উত্তরবঙ্গ। কখন আসবে বীর ছেলের দেহ।

sourav chakraborty | newsfront.co
নিজস্ব চিত্র

বিন্দিপাড়ায় অখ্যাত এই গ্রামে এখন সংবাদ জগতের কাছে পরিচিত হয়ে উঠেছে। গোটা গ্রামে কার্যত বৃহস্পতিবার হাড়ি চড়েনি। ছটফটে হাসি খুশি ছেলেটির চাকরির মেয়াদ শেষে সাতমাস পর বাড়ি ফেরার কথাই ছিল। তবে চিনা সেনাদের সাথে সংঘর্ষে প্রাণ দিতে হল বিপুলকে। আর তাই আলিপুরদুয়ারের প্রত্যন্ত বিন্দিপাড়ারও মুখে হাসি নেই। যুদ্ধে বিপুলের প্রান হারানোর খবরটা আজও এত ঘন্টা পরেও যেন বিশ্বাস করতে পারছে না বিন্দিপাড়া।

বিপুলদের বাড়ি পাশেই বিন্দিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তৈরি হচ্ছে শহিদকে শেষ শ্রদ্ধা জানানোর মঞ্চ। বৃহস্পতিবার শহিদের দেহ আসছে আলিপুরদুয়ারের হাসিমারা বায়ু সেনা ছাউনিতে।

mla | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার দুপুরে গাড়িতে করে হাসিমারা থেকে মৃতদেহ গাড়িতে করে পৌঁছোবে বিপুলের বাড়িতে। বিপুলের স্ত্রী রূম্পা ও মেয়ে তমন্যাও শুক্রবার বিমানে মীরাট থেকে গ্রামের বাড়িতে ফিরবেন। তাদের উপস্থিতিতে শেষ কৃত্য সম্পন্ন হবে বিপুলের।

শহিদ বিপুল রায়ের পরিবারের সাথে বৃহস্পতিবার দেখা করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌরভ চক্রবর্তী। বুধবার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিন্দিপাড়ায় বিপুলদের বাড়ি যান। পরিবারের সদস্যকে চাকুরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ লাদাখে বীর জওয়ানদের বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য কে দায়ী? প্রশ্ন রাহুলের

মুখ্যমন্ত্রীর সেই বার্তা নিয়েই এদিন শহিদের বাড়িতে এসে পরিবারের সাথে দেখা করেন সৌরভ চক্রবর্তী। শহিদের মঞ্চের কাজ ঘুরে দেখেন বিধায়ক৷ তিনি বলেন, ‘বিপুল বীর যোদ্ধা। আমাদের গর্ব। আলিপুরদুয়ার শহরে বিপুলকে শ্রদ্ধা জানাতে শহিদ বেদি করা হবে। গ্রামেও হবে শহিদ স্তম্ভ। মুখ্যমন্ত্রী বাংলার শহিদ পরিবার পিছু একজনের চাকুরি ও ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।’

বৃহস্পতিবার সারাদিন মুখভার ছিল আকাশেরও। আলিপুরদুয়ার জেলা জুড়ে ভারী বৃষ্টি। যেন চোখের জলে শেষ যাত্রায় বিন্দিপাড়ার সাথে রয়েছে প্রকৃতিও। বৃষ্টি উপেক্ষা করে চলছে শেষ যাত্রার শহীদ মঞ্চ বানানোর কাজ।

জানা গিয়েছে লাদাখের ইন্দো – চীন বর্ডারে লড়াইতে প্রান হারালেন ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল রেজিমেন্টের জওয়ান বিপুল রায়। আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বাসিন্দা ছিলেন এই জওয়ান ৷ মৃত জওয়ান বাড়িতে রেখে গেলেন স্ত্রী রুম্পা রায় ৫ বছরের মেয়ে তমন্যাকে। বা , মা আর ভাই থেকে গেল আলিপুরদুয়ারের বাড়িতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here