খাদ্য আন্দোলনের শহীদ স্মরণ কোচবিহারে

0
138

মনিরুল হক, কোচবিহারঃশহীদবেদীতে মালা দিয়ে ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন কোচবিহারের বাম নেতারা।আজ কোচবিহারের সাগরদিঘির পাড়ে অবস্থিত পঞ্চ শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের স্মরণ করা হয়।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক তারিণী রায়, সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআইএম নেতা তমসের আলী, ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার, সি পি আই নেতা পার্থ প্রতিম সরকার,আর এস পি নেতা তাপস সাহা বিধায়ক নগেন্দ্র নাথ রায় ও আরও অনেকে।

কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক তারিণী রায় বলেন, খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।এখান থেকে আমরা শপথ গ্রহণ নিচ্ছি বর্তমানে গোটা দেশে মূল্যবৃদ্ধি, জাতপাতের রাজনীতির প্রতিবাদে এবং এই রাজ্যে গণতন্ত্র ধ্বংস এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে।

শহীদ স্মরণ। নিজস্ব চিত্র

১৯৫৯ সালে গোটা রাজ্যে দেখা দেয় চূড়ান্ত খাদ্যাভাব।কার্যত মন্বন্তরের চেহারা নেয় গোটা বাংলা।অর্ধাহার, অনাহার আর অপুষ্টিতে প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে।এই পরিস্থিতিতে ৩১ আগষ্ট খাদ্যের দাবিতে কলকাতার রাজপথে ভুখা মানুষের মিছিল বের হয়।আর এই মিছিলের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে তৎকালীন রাজ্য সরকারের পুলিশ।সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতি বছর ৩১ আগস্ট দিনটিকে খাদ্য আন্দোলনের ঐতিহাসিক শহীদ দিবস হিসেবে পালন করে আসছে বামফ্রন্ট। তারই অঙ্গ হিসাবে আজ কোচবিহারেও খাদ্য আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানানো হয় জেলা বামফ্রন্টের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here