বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে শহীদ স্মরণে মিছিল

0
155

সুদীপ পাল,বর্ধমানঃ

Martyr procession in different parts of Burdwan district
নিজস্ব চিত্র

গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকায় নৃশংস জঙ্গি হামলার ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ।বর্ধমান সদর শহর ছাড়াও মফস্বল এবং গ্রামগুলিতেও ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।শহীদদের আত্মবলিদানে শ্রদ্ধা জানানোর পাশাপাশি উঠছে প্রতিবাদের ঝড়।বর্ধমান শহরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মোমবাতি মিছিল বের করা হয়।

Martyr procession in different parts of Burdwan district
প্রতিবাদে সরব জেলাবাসী নিজস্ব চিত্র

পানাগড়,গলসী,মানকরেও বিনম্র চিত্তে শ্রদ্ধা জানানো হচ্ছে শহীদদের।মানকরের বিভিন্ন প্রান্তে মোমবাতি হাতে শোক মিছিল বের হয়। মানকর কলোনির পক্ষ থেকে এবং মানকর হাটতলা মোড়ে ও বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুনঃ শহীদ স্মরণে মুর্শিদাবাদ পৌরসভার শোক মিছিল

Martyr procession in different parts of Burdwan district
নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা অয়ন কর্মকার বলেন, ‘কাপুরুষের মতো হত্যালীলা চালিয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি।বীর সৈনিকদের আত্মবলিদান সারাজীবন স্মরণ করব।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here