নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুক্রবার কাকভোরে পাকিস্তানী সেনার গুলিতে শহীদ হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ৫/৩ গোর্খা রেজিমেন্টের জওয়ান নায়েক রাজীব থাপা (৩৪)।
জম্মুর রাজৌরি জেলার নৌশের সেক্টরের লাইন অফ কন্ট্রোলে পাক সেনারা বেআইনি ভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করলে রুখে দাঁড়ান নায়েক রাজীব থাপা সহ অন্যান্য জওয়ানরা। ঠিক ভোর সাড়ে চারটে নাগাদ গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজীব নায়েকের।
তিনি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের বাসিন্দা ছিলেন। বাবা কুমার থাপা মারা গেলেও, বাড়িতে রয়েছেন বৃদ্ধা শয্যাশায়ী মা রীণা থাপা, স্ত্রী খুশবু মঙ্গর ও আট মাসের শিশুকন্যা কাব্য থাপা। মাত্র দেড় মাস আগেই ছুটি কাটিয়ে নিজের কর্মস্থলে ফিরেছিলেন রাজীব।
এদিকে এই দুঃসংবাদটি আসা মাত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । মৃত রাজীবের পিসেমশাই অজয় কুমার আলে বলেন, “ সকালেই বাড়িতে খবর আসে।
আরও পড়ুনঃ বহরমপুরে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস পালন
তখনও কাউকে বলা হয় নি। কিন্তু দুপুরের পর থেকে সংবাদ মাধ্যম বাড়িতে আসতে শুরু করলে আর খবর চাপা থাকে নি। রাজীবের ৩ বোনের দুই জনের বিয়ে হয়ে গেলেও এক বোনের এখনও বিয়ে হয় নি।
তার স্ত্রী ও আট মাসের সন্তান রয়েছে। সকলে শোকে কাতর।শুক্রবার বিকেলে ওই শহীদ জওয়ানের মৃত্যুর কথা এক প্রেস বিবৃতি দিয়ে স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584