এলপিজি গ্যাস সিলিন্ডারে চলছে মারুতি গাড়ি

0
255

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর জেলা জুড়ে চিত্রটা এমনই,রান্নার গ্যাস ব্যবহার করা হচ্ছে মারুতির জ্বালানি হিসাবে।আর সেই মারুতি সারা জেলা চষে বেড়াচ্ছে আর আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যেই রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস ভরে দেওয়া হচ্ছে মারুতি গাড়িতে।সূত্রের খবর যারা মারুতি ব্যবসায়িকভাবে যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করে তারাই মূলত এই অসাধুপথে গ্যাস ভরে।

গ্যাস ভরা হচ্ছে। নিজস্ব চিত্র

অবৈধভাবে এবং কোনো রকম সুরক্ষা ছাড়াই জনবহুল এলাকায় জনসমক্ষেই রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস ভরা হয় মারুতি গাড়িতে। আর এথেকে হামেসাই দুর্ঘটনাও ঘটছে।

তবে মারুতি চালক বা মারুতির মালিকদের সাথে কথা বলে জানা যাচ্ছে অনেক ক্ষেত্রেই তাদেরকে অনিচ্ছাকৃতভাবেই এই অসাধুপথ বেছে নিয়ে ব্যবসা চালাতে হচ্ছে।তাদের গাড়িতে সি এন জি ব্যবস্থা ও অনুমতি থাকলেও জেলা জুড়ে সি এন জি পাম্প অকুলান কিন্তু পেট্রোলের থেকে সি এন জি ব্যবহার করলে মুনাফা অনেকটাই বেশি থাকে।

তবে অনুসন্ধান করে জানা গেছে অনেক মারুতিরই গ্যাস ট্যাঙ্ক আবার পরিবহন দপ্তরের নির্দেশ মেনে লাগানো নেই।বিষয়টিতে নির্বিকার প্রশাসনও।

আরও পড়ুনঃ পুলিশ-আবগারিকে মাসোহারা দিয়ে বেআইনী মদ বিক্রি,দাবী বিক্রেতার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here