বদরুল আলম,আরামবাগ:
অসুস্থ এক যুবককে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিলেন পাঁচ জন। মারাত্মক পথ-দুর্ঘটনার বলি হয়ে মৃত্যু হল পাঁচ জনের। একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । বৃহস্পতিবার পৌনে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর সংলগ্ন এলাকায়।
এ দিন সকালে আরামবাগের পূর্ব কেশবপুর গ্রাম থেকে অসুস্থ শেখ ডাকুকে(২৮) নিয়ে আরামবাগ হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছিলেন ডাকুর চার প্রতিবেশী। একটি মারুতি ভ্যানে করে আরামবাগ-তারকেশ্বর রোড ধরে শহরের দিকে আসছিলেন তাঁরা। গাড়িতে ডাকু ছাড়াও ছিলেন পাঁচ জন । মৃত ব্যাক্তিদের নাম শাহ শাকের আলি(৩০), শেখ রহিমুদ্দিন(২৭), তাজ মহম্মদ(৬০) ও মিদ্দা গোলাম মোর্তজা(৪৫) ও সেখ ডাকু (৫০)। গাড়ি চালাচ্ছিলেন শাকের আলি।
এই সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসছিল বালি বোঝাই একটি লরি। মায়াপুরের কল্যানকেন্দ্রের কাছাকাছি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছকে ধাক্কা মারে ও তারপর উল্টো দিক থেকে আসা ভ্যানটিকে প্রবল গতিতে ধাক্কা মারে লরিটি। প্রচণ্ড ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্য একটি লরিতে গিয়ে ধাক্কা মারে ভ্যানটি। দু’টি লরির মাঝখানে পিষে গিয়ে সম্পূর্ণ ভাবে দুমড়ে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানে থাকা পাঁচ জনের।
প্রাথমিক তদন্তের পর আরামবাগ পুলিশ জানিয়েছে, তীব্র গতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক লরিটি আটক করা হয়েছে। তবে লরির চালক ও খালাসি পলাতক। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584