প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
বহিরাগত শ্রমিক তো বটেই তাদের সঙ্গে থাকা একাধিক শিশুও মঙ্গলবার সকাল থেকে অভুক্ত ছিল, ইসলামপুর মহকুমা হাসপাতালে স্ক্রিনিং টেস্টের লাইনে দাঁড়িয়ে ওই শিশুরা সহ অন্যান্যদের সবাইকেই শুকনো খাবার তুলে দিলেন মাড়োয়ারি যুব মঞ্চর ইসলামপুর শাখা।
সংস্থার তরফে মনীশ আগারওয়াল জানান, যখন জানতে পারেন যে ছোট ছোট শিশুরাও বড়দের সঙ্গে সকাল থেকে দুপুর বেলা পর্যন্ত না খেয়ে খিদের যন্ত্রণায় ছটফট করছে তখন মানবিকতার তাগিদে তাদের সংস্থা শুকনো খাবার নিয়ে সকলের হাতে তুলে দিলেন।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় নিজের বিলাশবহুল হোটেলকে কোয়ারেন্টাইন করার প্রস্তাব তৃণমূল কাউন্সিলরের
মানবিক সমাজকর্মীদের কাছ থেকে একটু খাবার পেয়ে রীতিমতন খুশি ওই শ্রমিকরা। অন্যদিকে করোনা ভাইরাসের জেরে গোটা দেশ তথা রাজ্যে লকডাউন জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। ফলে চোপড়া ব্লকের ঘিরণীগাঁও অঞ্চলের বহু দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে।
তাই দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল , আলু, তেল , ডেটল সাবান ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রি বিতরন করলেন। পাশাপাশি করোনা রোগ সম্পর্কে সচেতন করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার লকডাউন জারি করাতে দুঃস্থ ও খেটে খাওয়া পরিবার গুলোর খাদ্যে সংকট দেখা দিয়েছে। সেই অভাব দূর করতে খাদ্য সামগ্রী বিতরন করা হল বলে জানান সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584