Tokyo Olympics: টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক মেরি কম ও মনপ্রীত সিং, সমাপ্তি অনুষ্ঠানে বজরং পুনিয়া

0
55

আনিসুর রহমান,স্পোর্টস ডেস্কঃ

করোনার কারণে এক বছর পিছিয়ে গেলেও অবশেষে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক ২০২০। ২৩ জুলাই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক (Tokyo Olympics),গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। সোমবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিশেনর (IOA) তরফে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম (Mary Kom) ও পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh)।

Mary Kom Manpreet Singh
কোলাজ চিত্র

টোকিওগামী ভারতীয় দলে ৫৬ শতাংশ পুরুষ এবং ৪৪ শতাংশ মহিলা অ্যাথলিট রয়েছেন। বিভিন্ন বিভাগ থেকে ভারতের পদক জয়ের ব্যাপারে অ্যাথলিটরা অনেকটাই আত্মবিশ্বাসী।

ভারতের অ্যাথলিটরা সেরা পারফম্যান্স দিয়ে দেশকে গর্বিত করার অপেক্ষায়। প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে কোনও খামতি রাখছেন না।

আরও পড়ুনঃ ফের হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে আজহার

৮ অগস্ট টোকিও গেমসের (Tokyo Games) সমাপ্তি অনুষ্ঠান| বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জেতা কুস্তিগির বজরং পুনিয়া সমাপ্তি অনুষ্ঠান ভারতের হয়ে তেরঙ্গা বহন করবেন । টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ১২৬ জন অ্যাথলিট ও ৭৫জন অফিসিয়াল স্টাফ যাচ্ছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here