প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ
অলিম্পিক পিছিয়ে গিয়ে উপকার হয়েছে ভারতীয় বক্সার মেরি কমের। এমনটাই মনে করছেন মেরির কোচ ছোটেলাল যাদব। ২০২০ তে নয়, এবার প্রথমবার অলিম্পিক হতে চলেছে পাঁচ বছর পরে। নিয়ম অনুযায়ী প্রতি চার বছর অন্তর অলিম্পিক হয়ে থাকে।
করোনা সংক্রমনের জেরে অলিম্পিক পিছিয়ে যাওয়ায় অনেক ক্রীড়াবিদ এবার পদক জয়ের আশাবাদী। সেই তালিকাতে নাম রয়েছে ভারতীয় বক্সার মেরি কমের। বর্তমানে ৩৭ বছর বয়সি এই ‘আয়রন লেডি’ র কোচ ছোটেলাল যাদব। তিনি অবশ্য মেরিকে নিয়ে বলেছেন, ‘বয়স মেরির কাছে কোন ফ্যাক্টর নয়। মেরি ব্যতিক্রমি খেলোয়ার। অলিম্পিকে নিজের সেরাওটা তুলে ধরতে বধ্য পরিকর। এই বাড়তি সময় মেরির অনেক কাজে লাগবে’।
আরও পড়ুনঃ বুন্দেশলিগার পর এবার লা লিগা: শুরু হতে পারে ৮ই জুন, জানালেন স্পেনের প্রধানমন্ত্রী
২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতলেও রো অলিম্পিকের কোয়ালিফায়ার থেকে ছিটকে গিয়েছিলেন মেরি। তবুও ভেঙে পড়েননি এই লেডি বক্সার। কোচ ছোটেলালের কথায়, ২০১৬ সালে যোগ্যতা অর্জন পর্বে হেরে মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিল মেরি। আমার ধারনা ছিল মেরি হয়তো তাঁর ও অবসরের কথা ঘোষনা করে দেবেন’।
কিন্তু পরে আবার মেরিকে প্র্যাকটিশে নামতে দেখে অবাক হয়েছিলেন ছোটেলাল। মনিপুরি এই লেডি বক্সার মানসিকভাবে এখন অনেক বেশি এগিয়ে রয়েছেন বলে জানান কোচ। লকডাউনের কারনে আপাতত অনলাইনে কোচিং নিতে হচ্ছে মেরি কমকে।
বক্সিং এর মতো খেলার কোচিং অনলাইনে দেওয়া যে খুবই সমস্যার সেকথা স্বীকার করে নিয়েছেন ছোটেলাল। তবে মেরিকে শুধু ট্রেনিং এ রুটিন টুকু বলে দিলেই কাজ হয়। বাকিটা মেরি নিখুঁতভাবে করে নিতে পারেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584