নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী মারণ ভাইরাসের হাত থেকে পড়ুয়াদের রক্ষা করতে নিজেরাই মাস্ক ও হ্যাণ্ড স্যানিটাইজার তৈরী করে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দিল ফালাকাটা ব্লকের পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।
এদিন সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিজেদের হাতে গড়া অ্যালকোহল মিশ্রিত হ্যাণ্ড স্যানিটাইজার এবং মাস্ক তুলে দেবার পাশাপাশি মারণ ভাইরাস সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়।
আরও পড়ুনঃ ১০০দিনের কর্মীদের সচেতনতায় মাস্ক দিলেন পঞ্চায়েত সদস্য সুশান্ত ধল
যদিও এ প্রসঙ্গে, পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর রায় চৌধুরী বলেন, “আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মাস্ক এবং বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক সৌরভ সাহার তৈরী অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার বিলি করি।
একই ভাবে সিভিক ভলেন্টিয়ার ভাইদের দেওয়া হয়। এছাড়া শিক্ষকরা সম্মিলিত ভাবে অভিভাবকদেরও এ ব্যাপারে সচেতন করেন ।” সমাজকে সচেতনতা নিয়ে বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি হয়ে সর্ব স্তরের মানুষরা সাধুবাদ জানিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584