করোনা ঠেকাতে এবার স্যানিটাইজার ও মাস্ক বিলি পার্লারে

0
54

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

কে বলে মেয়েরা শুধু রুপচর্চা নিয়েই ব্যস্ত থাকতে ভালবাসে। প্রয়োজনে তারাও যে কোন বিষয়ে, নিজের হোক কিংবা অন্যের, বেঁচে থাকার লড়াইয়ে নামতে কোন ভাবেই পিছু পা হন না।

mask distribute | newsfront.co
গ্রাহকদের মাস্ক বিলি। নিজস্ব চিত্র

এটা প্রমাণ করাতেও কোন কসুর বাকি রাখে না মহিলারা। কথায় বলে না যে রাঁধে, সে চুলও বাঁধে। করোনা নিয়ে সতর্কতার মধ্যে মেয়েদের এমন সাদৃশ্যের চিত্র দেখা মিললো দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে।

আরও পড়ুনঃ দলগাঁওয়ে কর্মীদের করোনা নিয়ে শিবির,ফালাকাটা ব্লক স্বাস্থ্য দফতরের

করোনার বিরুদ্ধে কোমর বেঁধে লড়াইয়ে নামলো এবার বালুরঘাট শহরের একটি পার্লার। পার্লারে আগত গ্রাহকদের হ্যাণ্ড স্যানিটাইজেশন করানো থেকে শুরু করে গ্রাহকদেরকে মাস্ক বিলি।

এমনকি একই সঙ্গে রূপচর্চার পাশাপাশি গ্রাহকদেরকে করোনার বিষয়ে সচেতনতার পাঠ প্রদান করে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের শিবতলী এলাকার “সাইনি বিউটি পার্লার”।

বর্তমান বাজারে মাস্কের আকাশ ছোঁয়া চাহিদার মাঝে, বালুরঘাট শহরের সাইনি বিউটি পার্লারের এই উদ্যোগে খুশি মহিলা থেকে শুরু করে বালিকা গ্রাহকদের অভিভাবকরাও।

আরও পড়ুনঃ “জনতা কার্ফু”কে কেন্দ্র করে ভিড় বাজারে, এক ধাক্কায় বাড়লো দামও

এদিন সাইনি বিউটি পার্লার-এর এক বালিকা গ্রাহকের অভিভাবক অঞ্জন চট্টোপাধ্যায় বলেন, সাইনি বিউটি পার্লারের কর্মীরা গ্রাহকদেরকে মাস্ক বিলি করছে এবং কর্মীরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি গ্রাহকদেরকেও করোনা বিষয়ে সচেতন করছে।

এরকম ভাবে সবাই যদি উদ্যোগ নেয় তাহলে আমরা আশা করি করোনা প্রতিরোধের জায়গায় আমরা অবশ্যই পৌঁছাতে পারব। এর পাশাপাশি করোনা প্রতিরোধে সরকার ও জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগেরও প্রশংসা করেন।

এছাড়াও সাইনি লেডিস বিউটি পার্লার-এর কর্ণধার বর্ণালী সিংহ রায় বলেন, “আমরা নিজেদের সুরক্ষার জন্য এমনিতেই পার্লারে মাস্ক রেখেছিলাম। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না। তখন আমরা নিজেরাও যেমন মাস্ক ব্যবহার করছি, তেমনি গ্রাহকদেরকেও একটি করে মাস্ক দিচ্ছি। একই সঙ্গে হ্যাণ্ড স্যানিটাইজার ব্যবহার করার কথাও তারা গ্রাহকদেরকে জানান তিনি। ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here