নন্দীগ্রামে গণবিবাহ, শুভেচ্ছা বার্তা উপহার মুখ্যমন্ত্রীর

0
120

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম পল্লী উৎসব কমিটির আয়োজনে ৩৭জোড়া দম্পতির গণবিবাহ সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দম্পত্তির জন্য দুটি ঘড়ি ও শাড়ী সহ শুভকামনা পত্র পাঠান।

Mass marriage | newsfront.co
গণবিবাহ। নিজস্ব চিত্র

১৯ জোড়া হিন্দু দম্পতি ও ১৮ জোড়া মুসলিম দম্পতিকে আশীর্বাদ জ্ঞাপক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক তথা সহকারী সভাধিপতি সেখ সুফিয়ান।

নব দম্পতিদের শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন রাজ্য সরকারের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক স্মিতা বক্সী, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, স্বদেশ দাস, পীযূষ ভূঞ্যা, সোয়েম কাজী, সেখ খুশনবী প্রমুখ নেতৃবৃন্দ। প্রত্যেক দম্পতিকে ৭০ হাজার টাকা মূল্যের উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরও পড়ুনঃ ভোটের মুখে ফের রাজ্যে প্রধানমন্ত্রী

রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন নন্দীগ্রাম ভূমি আন্দোলনের মাটি আজ ধন্য হল নব দম্পতির মিলন যাত্রার মধ্য দিয়ে। চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধা প্রাপ্তি সুনিশ্চিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। নব দম্পতিদের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ অমিত শাহের পূর্ব ঘোষিত বাংলা সফর বাতিল

প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয় নেতৃত্বে নন্দীগ্রাম গণ আন্দোলনের সফল ভূমিতে গণ বিবাহের আসর থেকেই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রার ধ্বনি প্রতিফলিত হল। নন্দীগ্রামের মাটি থেকেই আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর বিজয় সূচিত হবে বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here