দিঘায় গণবিবাহের আয়োজন

0
62

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গণবিবাহের আয়োজন। শনিবার সৈকত শহর দিঘায় গণবিবাহ আয়োজিত হল। শনিবার কোলকাতার জয় মা তারাশ্রিতা ভক্তবৃন্দ গণবিবাহ কমিটির উদ্যোগে ও রামনগর-১ ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্রের সহযোগিতায় দিঘার রুপসী বাংলা হোটেলে আয়োজিত হল গণবিবাহ।

mass marriage ceremony | newsfront.co
নিজস্ব চিত্র

সুশান্ত পাত্র জানিয়েছেন, এ দিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মোট ৭ জোড়া পাত্র-পাত্রীর শুভদৃষ্টি সম্পন্ন হয়। তবে সম্প্রীতির বার্তা দিতেই দিঘার সমুদ্র সৈকতে হিন্দু- মুসলিম একইমঞ্চে মিলন উৎসবের আয়োজন করা হয়েছে।

mass marriage ceremony | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্লাস্টিক ব্যবহারের পক্ষে-বিপক্ষে বিতর্ক সভা মাথাভাঙা হাই স্কুলে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, ব্লকের কর্মাধ্যক্ষ অম্বিকা চরণ জানা, আয়োজক সংস্থার কর্ণধার কল্লোল সাহা ও সম্পাদক সুনীল ঘোষ, সভাপতি মদনমোহন মাইতি, পদিমা-২ গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান উত্তম দাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপঙ্কর সুঁই, শিক্ষক সুরেশ চন্দ্র পাত্র ও শান্তনু কুন্ডু, সমাজসেবী প্রদীপ জানা ও ধীমান সাধুখাঁ প্রমুখ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here