স্কুলের খেলার মাঠ দখলের বিরুদ্ধে গণ স্বাক্ষর অভিযান

0
124

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Mass signature campaign in the school playground | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুলের মাঠের উপর অশুভ শক্তির নজর পড়েছে।তাই স্কুলের মাঠ রক্ষা করার জন্য অশুভ শক্তির কুনজরের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযানে নামলো এলাকার কিছু প্রতিবাদি যুবক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের গোতালতোড়ে। গোয়ালতোড় হাইস্কুলের যে নিজস্ব খেলার মাঠ রয়েছে সেটি তাদের রায়ত সম্পত্তি,এই দাবী করে গোয়ালতোড়ের গোট শিংলা গ্রামের এক বাসিন্দা কয়েকজন লোক নিয়ে এসে গতকাল বুধবার স্কুলের মাঠ দখল করতে যায়।সেই সময় স্কুলের নিজস্ব খেলা চলছিল।এই নিয়ে একটা চাপা উত্তেজনা সৃষ্টি হয় স্কুল মাঠে।পরে গোয়ালতোড়ের আরআই নিজে স্কুল মাঠে উপস্থিত হয়। সমস্ত কাগজপত্র দেখে তিনি প্রাথমিক ভাবে জানিয়েছেন যে কাগজ দেখে মনে হয় এটা স্কুলের জায়গায়।পরে খতিয়ে দেখে সঠিক জানানো হবে।এই স্কুল মাঠ দখল করতে আসার প্রতিবাদে গোয়ালতোড়ের স্থানীয় বাসিন্দা অমিত কোলে, তাপস সার,দীপক বিষয়রা একটি গণস্বাক্ষর অভিযান করেন।তাতে গোয়ালতোড়ের প্রচুর মানুষ স্বাক্ষর করেন।গোয়ালতোড়ের স্থানীয় বাসিন্দা দীপক বিষয় বলেন যারা স্কুল মাঠ দখল করতে এসেছিল তাদের পূর্বপুরুষরা এই জায়গাটি গোয়ালতোড় স্কুলের নামে দান করে দেয় এবং সেই ভিত্তিতে পরে স্কুলের নামে জায়গাটির রেকর্ড হয়। কিন্তু তারা সেই কাগজ অস্বীকার করে স্কুলের মাঠ দখল করতে আসে।এর আগেও অনেকবার এসেছিল। কিন্তু এর প্রতিবাদে গোয়ালতোড়ের আপামর জনগণ একজোট হয়ে প্রতিবাদ করেন ফলে তারা ফিরে যায়।ফের আবার এসেছে।স্কুলের মাঠকে এই ভাবে দখল করার প্রতিবাদেই আমাদের এই গণস্বাক্ষর অভিযান চলছে।

আরও পড়ুন: লোভের ফাঁদে পড়ে প্রতারিত ষাটোর্ধ্ব বৃদ্ধা,খোয়ালেন টাকা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here