নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শনিবার বিকেলে সিপিআইএম খড়্গপুর শহর এরিয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল অবস্থান-বিক্ষোভ, গণস্বাক্ষর সংগ্রহ ও রাস্তার জঞ্জাল সাফাই অভিযান। খড়্গপুর আইআইটি ফ্লাইওভার, সিআরনগর, কেশিয়াড়ী রোড ও সমপেটা বস্তি এলাকায় এই কর্মসূচি গুলি অনুষ্ঠিত হয়।
এদিনের কর্মসূচির মূল দাবি গুলি ছিল, সি আর নগর থেকে ডি ভি সি মোড় পর্যন্ত রাস্তার সংস্কার, সম্প্রসারণ ও রাস্তার দু’ধারে স্থায়ী ড্রেনেজের ব্যবস্থা করা, কেশিয়াড়ী রোডে আইআইটি প্রেম বাজারে গেট থেকে দুর্গা মন্দির গেট পর্যন্ত পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, আইআইটি ফ্লাইওভার নিয়মিত রক্ষনাবেক্ষণ করা ইত্যাদি।
আরও পড়ুনঃ তালিবানদের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অসম পুলিশের হাতে গ্রেফতার ১৪
এদিনের কর্মসূচীতে বক্তব্য রাখেন অমিতাভ দাস, সবুজ ঘোড়াই, হরেকৃষ্ণ দেবনাথ, বসন্ত সাহু, উদয়ণ সেনগুপ্ত, স্মৃতিকণা দেবনাথ, দিলীপ দে, নিভা পাল প্রমুখ নেতৃবৃন্দ। গণস্বাক্ষর সম্বলিত এই দাবি সনদ সমূহ আগামী সপ্তাহে খড়্গপুরের মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584