ফাঁসিদেওয়ার মুণি চা বাগানে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন

0
43

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুণি চা বাগানে শ্রীহরি সতসঙ্গ শিলিগুড়ি শাখার পরিচালনায় আদিবাসী সম্প্রদায়ের ১২১ জোড়া গণবিবাহ অনুষ্ঠিত হল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার, শ্রীহরি সতসঙ্গ সমিতির সভাপতি গৌরি শংকর গোয়েল, সম্পাদক দামোদর সরর্মা, মহিলা সমিতির সভাপতি আশা আগরওয়াল-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

Mass wedding ceremony in tea garden | newsfront.co
গণবিবাহের আয়োজন। নিজস্ব চিত্র

এ দিন পর্যটনমন্ত্রী গৌতম দেব প্রথমে একটি শিব মন্দির উদ্ধোধন করেন। এরপর নব দম্পতিদের আর্শীবাদ দিয়ে কিছুক্ষণ সময় কাটান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এই বিবাহের একটি বিশেষ সামাজিক তৎপর্য আছে।

আদিবাসী সম্প্রদায়ের ১২১ টি দম্পতি নতুন করে চলার পথ পাবে। তাদের সামাজিক উত্তরণের কাজ পশ্চিমবঙ্গ সরকার করছে। কিন্তু সরকারের সমস্ত কাজ একার পক্ষে সম্ভব নয়। এখানে শ্রীহরি সতসঙ্গ সমিতির শিলিগুড়ি শাখা এই পদক্ষেপের পাশে রয়েছে।

Mass wedding ceremony in tea garden | newsfront.co
মাইক হাতে গৌতম দেব। নিজস্ব চিত্র
Mass wedding ceremony in tea garden | newsfront.co
প্রদীপ প্রজ্জ্বোলন। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জাতীয় সড়ক সম্প্রসারণের দাবিতে কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান

তিনি আরও জানান, আজকে প্রতিটি পরিবারের ২০ জন করে আত্মীয়স্বজন এসেছে ছেলে মেয়ের পক্ষ থেকে। শাক্ত মতেই তাদের বিবাহ সম্পন্ন হচ্ছে। এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ জড়িত আছে, যার একটি গভীর সামাজিক তৎপর্য আছে। আমরা এই শাখাকে সাধুবাদ জানাই।

অপরদিকে শ্রীহরি সতসঙ্গ সমিতির সভাপতি গৌরি শংকর গোয়েল বলেন যে বড় বড় চা বাগানের সমস্যা হল আর্থিক কারণে কর্মীদের বিয়ে থা হচ্ছে না। পাশাপাশি তাদের বিয়ে মান্যতা পায় না, যতক্ষণ না গণবিবাহ প্রক্রিয়ায় তাদের বিয়ে হচ্ছে। এর আগেও তাঁরা গণবিবাহের ব্যবস্থা করেছেন, এ দিন অনুষ্ঠানে জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here