সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধমার ডায়মন্ড হারবার থানার সরিষা এলাকায়।একশ সতেরো নম্বর জাতীয় সড়ক অবরোধ।পুলিশ জনতা ক্ষন্ডযুদ্ধ।মৃত আশিক সেখ(১২)।বাড়ি চেওড়া গ্রামে।সাইকেল নিয়ে সরিষায় আসছিল আসিক।সরকারি বাসের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে পরে।
ঘটনা স্থলে জনতা সরকারি গাড়ি ধরে ফেলে এবং ভাঙচুর করে।সরকারি এবং একটি বেসরকারি বাসের রেষারেষিতে এই দুর্ঘটনা।পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে ক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে পড়ে।পরে স্থানিয় তৃনমূল নেতা ওরফে ডায়মন্ড হারবার দুনম্বর ব্লক সভাপতি অরুময় গায়েনকে মারধর করে।পরে ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়ে লাঠি দিয়ে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষুব্ধদের।পরে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠায়।
এই ঘটনায় এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। চলতি মাসে একই জায়গাতে দু’বার পথ দুর্ঘটনার ঘটনা ঘটে। বাম্পার না থাকায় এমন ঘটনা বলে দাবি স্থানিয়দের।যদিও তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে ক্ষতিপুরনের আশ্বাস মৃতের পরিবারের। ঘটনা স্থলে আসেন ডায়মন্ড হারবার ২নং ব্লকের যুব সভাপতি মেহেবুব গায়েন।পরে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে নামানো হয় পুলিশ বাহিনী।ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃতদেহটি।ঘাতক সরকারি বাসটিকে আটক করেছে পুলিশ। অন্যটি পলাতক।
আরও পড়ুন: জুয়ার ঠেক বন্ধের দাবীতে মহিলাদের রাস্তা অবরোধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584