মনিরুল হক, কোচবিহারঃ
কড়া লকডাউন সত্ত্বেও কোচবিহারে বাজারগুলিতে ভিড়ের মধ্যেই বাজার করতে দেখা গেল বাসিন্দাদের। টোটোও চলে আর পাঁচটা দিনের মতো। শেষ পর্যন্ত রাস্তায় নেমে দোকানপাট বন্ধ করে দেয় পুলিশ।
প্রশাসন সূত্রে খবর, কোচবিহারে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের একাধিক আধিকারিক থেকে রাজনৈতিক নেতা অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
পরিস্থিতি আন্দাজ করে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন কড়া করার কথা ঘোষণা করা হয়। জানানো হয়, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য সকাল ৭ থেকে ৩ ঘণ্টার জন্য দোকান খোলা থাকবে। এছাড়া বাজারের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। চলবে না অটো টোটোর মত যানবাহন।
আরও পড়ুনঃ ফের কোচবিহারে এক সপ্তাহ কড়া লকডাউন
কিন্তু সকালের কোচবিহার শহরের চিত্র ছিল একেবারেই আলাদা। ভবানিগঞ্জ বাজার তো বটেই, নতুন বাজার সহ বেশ কিছু বাজারে মানুষ ভিড় করে শাক সবজি বিক্রি করে।
দেখা যায় টোটো শহরের পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এদের অনেকের মুখেই মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব বজায় রাখাও হয় নি বলে অভিযোগ। শুধু তাই নয়, সময় পেরিয়ে যাওয়ার পরেও রাস্তায় টোটো–অটোকে ঘুরে বেড়াতে দেখা যায়। পরের দিকে বৃষ্টি নামার জন্য ভিড় কিছুটা কমে।
আরও পড়ুনঃ তমলুকের বিডিও করোনা আক্রান্ত
১৫ জুলাই থেকে ৫ দিনের জন্য কোচবিহার সহ উত্তরবঙ্গের ৫ শহরে লকডাউন ঘোষণা করে নবান্ন। ১৯ জুলাই পর্যন্ত সেই লকডাউনের মেয়াদ ছিল। কিন্তু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ায় লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584