শ্যামল রায়, নদীয়াঃ
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কল্যাণী শাখায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এলাকার মানুষ দেখতে পায় ওই ব্যাঙ্কের মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত স্থানীয় দমকল বিভাগে খবর পাঠালে দুটি ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভায়।
তবে ব্যাঙ্কের কর্মীরা জানিয়েছেন, কীভাবে আগুন ধরল তারা জানেন না। ব্যাঙ্কের কী ক্ষতি হয়েছে এখনই তা বলা সম্ভব নয়। তবে প্রাথমিক অনুমান শটসার্কিট থেকে আগুন লাগতে পারে ব্যাঙ্কে।
আরও পড়ুনঃ পোস্ট অফিসে টাকা তোলার সনাক্তকরণ স্বাক্ষরকে কেন্দ্র করে চাঞ্চল্য
আগুন লাগার ঘটনা কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নেভানোর জন্য পুলিশের সঙ্গে স্থানীয় মানুষ সহযোগিতার হাত বাড়ান। আগুন লাগার ঘটনার তদন্ত হবে বলে জানানো হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584