নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
বছর যেতে না যেতেই আবার খবরের শিরোনামে উঠে এল জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা। আমরা সকলেই জানি মাত্র কয়েকমাস আগেই আমাজন জঙ্গলে ভয়াবহ আগুন লাগার ঘটনা দেখেছিল গোটা বিশ্ব। সেখানে আগুনের লেলিহান শিখা লক্ষ লক্ষ প্রাণীকে গ্রাস করেছিল।
যার জেরে নিশ্চিহ্ন হয়ে গেছে, বিশ্বে টিকে থাকা কয়েকটি বিলুপ্ত প্রাণী জাতীর অস্তিত্ব। আর এবার সেই ভয়াবহ অগ্নিকাণ্ডেরই সাক্ষি থাকল বাঁকুড়াবাসী। মঙ্গলবার রাতে পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতংক ছড়ালো এলাকায়।
তবে বাঁকুড়ার এই শুশুনিয়া পাহাড়ে কয়েকদিন ধরেই নাকি আগুন দেখা যাচ্ছিল । আর সেই আগুনই মঙ্গলবার রাতে এই এক ভয়াবহ আকার ধারণ করে। যদিও স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, পাহাড়ের বেশিরভাগ অংশে আগুন ছড়িয়ে পড়েছে । আগুন দেখতে পাহাড়ের নিচে ভিড় জমায় বহু মানুষ ।
আরও পড়ুনঃ অগ্নিকান্ডে ভস্মীভূত ৫০ অস্থায়ী কাপড়ের দোকান
তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে , যে কোনও ভাবেই হোক শুকনো পাতায় আগুন লেগে যায়। আর সেই আগুনই তীব্র আকার ধারণ করে গোটা পাহাড়ে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল।
আরও পড়ুনঃ অকারণে রাস্তায় ঘোরাঘুরির জেরে ধৃত দুই যুবক
তবে দমকল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে খানিকটা আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু পুরোটা নেভানো সম্ভব হয়ে ওঠেনি দমকলের । এরপর গভীর রাতের সেই আগুনের লেলিহান শিখা আরও ভয়াবহ আকার নেয় বলে স্থানীয় সূত্রে খবর।
তবে এই আগুন লাগাকে কেন্দ্র করে পাহাড়ের আশেপাশে বসবাসকারী গ্রামবাসীদের মধ্যে যথেষ্ট আতংক তৈরি হয়েছে। এমনকি ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে একদিকে যেমন বন্যপ্রাণীর ক্ষতি হবে, ঠিক তেমনি পরিবেশের ক্ষতি হবে বলেও অভিমত পরিবেশপ্রেমীদের ।
যদিও প্রশাসন সদা সতর্ক রয়েছে, যাতে এই ঘটনাকে কেন্দ্র করে আশেপাশের গ্রামবাসিদের কোনও ক্ষতি না হয় ।তবে শুধুই কি শুকনো পাতা থেকেই আগুন লেগেছে না কি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে, তার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584