তপসিয়ায় বস্তিতে অগ্নিকাণ্ড

0
80

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়াল তপসিয়ার ২৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার বস্তিতে। মঙ্গলবার দুপুরে আচমকাই এখানে ভয়াবহ আগুন লাগে। সাম্প্রতিক কালে এলআইসি বিল্ডিংয়ের আগুনের পর এত বড় আগুন দেখেননি অনেকেই।

Massive fire | newsfront.co
প্রতীকী চিত্র

যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেও মঙ্গলবার বিকেলে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকলের ১২ টি ইঞ্জিন। ঘটনার খবর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , এলাকার রঙের কারখানাতেই প্রথমে আগুন লাগে। আগুনে দ্রুত পুড়ে ছাই হয়ে যায় ৫০ থেকে ৬০ টি ঝুপড়ি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা।

Fire incident | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় দমকলের ছ’টি ইঞ্জিন, পরে আরও ৬ টি ইঞ্জিন পাঠানো হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কর্মীরা।

Massive fire | newsfront.co
নিজস্ব চিত্র

তবে জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আর কাছেই মোবিল ও তেলের কারখানা থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে কর্মীদের।

আরও পড়ুনঃ চিতাবাঘের চামড়া বিক্রি করতে গিয়ে বন দফতরের হাতে কুঁদঘাটে ধৃত ২

Topsiya Slum area | newsfront.co
নিজস্ব চিত্র

কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঝুপড়ির বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে। ভিতরে কেউ আটকে নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here