বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলতে দেওয়া যাবে না! ডোমকলে হুংকার সিদ্দিকুল্লাহ’র

0
79

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস মাইনোরিটি সেলের প্রতিনিধি সভা মঙ্গলবার অনুষ্ঠিত হল ডোমকল প্রাণী সম্পদ বিকাশ ভবনে।

Siddiqullah Chowdhury | newsfront.co
সিদ্দিকুল্লাহ চৌধুরি, মন্ত্রী। নিজস্ব চিত্র

এদিনের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি।

তিনি বলেন, “যেভাবে কেন্দ্র এনআইএ, সিবিআইকে ব্যবহার করছে তা সাধারণ মানুষ বুঝতে পারছেন। তবে এই রাজনীতি বাংলায় চলবে না। আগামী বিধানসভায় সাধারণ মানুষ তার জবাব দেবে ,বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে আছে, ছিল থাকবে।”

audience | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশি এফআইআরে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এদিনের সভা থেকে মন্ত্রী জানান, “বিজেপি শুধু সাম্প্রদায়িক রাজনীতি করছেন। সেই রাজনীতি বাংলায় করতে দেবনা।”

এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, মুর্শিদাবাদ মাইনোরিটি সেলের চেয়ারম্যান মেহেবুব মুর্শিদ ও জেলার যুব সভাপতি ইমতিয়াজ কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here