সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

রাতের অন্ধকারে মাছ ধরার নৌকাতে ভয়াবহ আগুন। ভস্মীভূত হয়ে যায় মাছ ধরার নৌকা। ঘটনাটি ঘটেছে কুলপি থানা এলাকার উত্তর মুকুন্দপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মুকুন্দপুরের বাসিন্দা রেখা নস্করের একটি মাছ ধরার ট্রলার ছিল, ট্রলার টির নাম এফবি মৌমিতা। গতকাল গভীর রাতে কে বা কারা নৌকাতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন দেখতে পেলে খবর দেওয়া হয় নৌকার মালিককে। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন এসে দেখেন ততক্ষণে নৌকাটি ভস্মীভূত হয়ে গেছে আগুনে। তবে এই ঘটনায় কুলপি থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।


আরও পড়ুনঃ পানীয়জল, বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ শেরপুরে
ঘটনার জেরে আনুমানিক প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে পরিবার সূত্রে দাবি ব্যক্তিগত শত্রুতার কারণে এমন ঘটনা ঘটানো হয়েছে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584