শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আচমকাই বড়সড় আগুন লাগল পাটুলির বৈষ্ণবঘাটার রাজা এসসি মল্লিক রোডে একটি মৃৎশিল্প রোডে। এদিন বিকেল ৪ টে নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। প্রায় ঘন্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার অনেক প্রতিমাই এই মৃৎশিল্প কারখানাতে তৈরি হয়। সামনে কালীপূজা, তাই প্রতিমা বানানোর ব্যস্ততা ছিল তুঙ্গে। সঙ্গে ছিল অনেক দাহ্য পদার্থও।
আরও পড়ুনঃ জাহাজ থেকে পড়েই বিপত্তি! তলিয়ে গেলেন নাবিক

এমনকি প্রতিমার রং দ্রুত শুকনোর জন্য অক্সিটিলিন গ্যাস স্প্রে-ও ব্যবহার করছিলেন অনেকে। কোনওভাবে সেখান থেকেই এই অগ্নিকান্ড ঘটে।
আরও পড়ুনঃ ভরদুপুরে অগ্নিকান্ড! চাঞ্চল্য সেক্টর-৫ এ
তবে সঠিক সময়ে বুঝতে পেরে প্রতিমাশিল্পীরা সকলে বাইরে চলে আসায় বড় দুর্ঘটনা ঘটেনি। কোনও প্রাণহানি হয়নি। তবে ক্ষয়ক্ষতি ভালরকম হলেও তার পরিমাণ জানা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584