নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শুক্রবার রাতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বাজারের একটি পরিত্যক্ত দোকানের পেছনে বাড়িতে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে এদিন গ্যাস সিলিন্ডার ফাটার বিকট শব্দ পান এরপরে আতঙ্কে ছড়িয়ে পড় গোটা এলাকায়। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর দেওয়া হয় বিধাননগর থানার পুলিশ ও দমকলকে।
প্রায় আধঘন্টা পর মাটিগাড়া থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও এই বিষয়ে মাটিগাড়া দমকল বিভাগের স্টেশন মাস্টার মনোজ কুমার ঠাকুর বলেন যে কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে গাফিলতির কারণে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সেখানে দুটি গ্যাস সিলিন্ডার ছিল তার মধ্যে একটি সিলিন্ডার ফেটে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবে এখন আগুন নিয়ন্ত্রণে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584