ফের শালবনীর ভাদুতলার জঙ্গলে আগুন

0
132

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর বনদফতরের সচেতনতাকে উপেক্ষা করে আবারো বহিরাগতরা লাগিয়ে দেয় শালবনীর ভাদুতলার জঙ্গলে আগুন।

massive fire in forest of salboni | newsfront.co
নিজস্ব চিত্র

মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত শালবনী ব্লকের ভাদুতলা রেঞ্জের ধবাশোল মৌজা সহ ডাঙ্গরপাড়া বনাঞ্চলের আনুমানিক প্রায় ১০ থেকে ১২ হেক্টর এম,এস সাল প্লান্টেশন সহ বিভিন্ন ভেষজ প্লান্টেশন পুড়ে নষ্ট হয়ে যায় বলে জানায় ভাদুতলার বিট অফিসার।

massive fire in forest of salboni | newsfront.co
নিজস্ব চিত্র

ভেষজ প্ল্যান্টেশনের মধ্যে হল সর্পগন্ধা ,অনন্তমূল ,কালমেঘ ইত্যাদি। এই জঙ্গলের মাঝে যেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়া অসম্ভব বলে জানায় বিট অফিসার। জঙ্গলের মাঝে ফায়ার লাইন করা থাকলেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ২০১৯/২০ সালের বেশ কিছু নতুন প্লান্টেশন নষ্ট হয়ে গেছে বলে দাবি করেন বনবিভাগের ভাদুতলা বিটের অফিসার

আরও পড়ুনঃ করোনা নিয়ে গ্রামে গ্রামে সতর্কতা স্বাস্থ্য দপ্তরের

নিতাই চন্দ্র সিংহ। তিনি বলেন জঙ্গলে বারবার আগুন না লাগানোর জন্য মানুষকে সচেতন করা সত্ত্বেও রবিবার রাতে কে বা কারা ভাদুতলার জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। যার ফলে বহু ক্ষতি হয়েছে। বন দফতরের কর্মীদের পাশাপাশি দমকলের দুটি ইঞ্জিন এসে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কারা ওই জঙ্গলে আগুন লাগিয়েছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করা হয়েছে। তিনি সকলের কাছে আবেদন করেন আপনারা জঙ্গলে আগুন লাগাবেন না, জঙ্গল ধ্বংস করবেন না ,জঙ্গল কে বাঁচিয়ে রাখুন,জঙ্গল হলো আপনাদের কাছে অতি মূল্যবান সম্পদ। তাই আগুন লাগিয়ে জঙ্গলকে তিনি নষ্ট না করে দেওয়ার আবেদন জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here