ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত এলাকাবাসী

0
60

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় অবস্থিত ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের (আইওসি)শোধনাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। উল্লেখ্য, মাত্র কয়েকমাস আগেই হলদিয়া পেট্রোকেমিক্যালসে আগুন লেগে বেশ কয়েকজন কর্মচারীর মৃত্যুর ঘটনা ঘটেছিল।

massive fire | newsfront.co
ভয়াবহ অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র

সেই ঘটনার রেশ কাটতে কাটতেই বৃহস্পতিবার তাই আইওসিতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। আইওসি সূত্রে অবশ্য জানানো হয়েছে, তেমন কোনও মারাত্মক ঘটনা এদিন ঘটেনি।

দুপুর নাগাদ প্ল্যান্ট থেকে কিছু উত্তপ্ত উপক্ষার নির্গত হয়ে তরল বিটুমিনের ওপরে পড়ে এবং বাতাসে থাকা অক্সিজেনের সংস্পর্শে এসে তা জ্বলে ওঠে। বিটুমিন থাকায় কালো ধোঁয়ায় ভরে ওঠে প্ল্যান্টের মুখ।

আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ দম্পতির বিরুদ্ধে, পলাতক স্বামী

যদিও আগুনের পরিমান ততটা ভয়ানক ছিল না। ১৫ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রন নিয়ে আসেন আইওসির নিজস্ব অগ্নি নির্বাপক পদ্ধতি। এদিকে আইওসিতে আগুন লাগার ঘটনার খবর পেয়েই তৎপর হয়ে ওঠে হলদিয়া মহকুমা প্রসাশনের কর্তাব্যক্তিরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশও।

যদিও তার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। আইওসি সূত্রে জানা গেছে, কিছুদিন আগেই প্ল্যান্ট শাট-ডাউন দেওয়ার পর পরীক্ষা মূলক ভাবে শুরু করা হয়েছিল প্ল্যান্টটি। পুরোদস্তুর প্ল্যান্ট চালু থাকলে যে পরিমান কর্মচারী থাকার কথা তা এদিন ছিল না। যার ফলে তেমন কোন ঘটনা হটেনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here