নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
হঠাৎ আজ দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে আগুন লক্ষ করা যায়। ধোঁয়ায় ঢেকে যায় ওয়ার্ডের একাংশ। চরম আতঙ্কিত হয়ে পড়ে রোগী ও রোগীর পরিজনেরা। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন ও মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।
আরও পড়ুনঃ দার্জিলিং সাংসদ রাজু বিস্তকে দেখানো হল কালো পতাকা
শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। জানা গিয়েছে, শুক্রবার দুপুর নাগাদ হঠাৎই একটি ইলেকট্রিক বক্স থেকে ধোঁয়া লক্ষ্য করে ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর পরিজনরা। রীতিমতো হুড়োহুড়ি করে ওয়ার্ড থেকে বেরিয়ে আসেন রোগীরা।
কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ওয়ার্ডে ফিরিয়ে নিয়ে আসা হয় রোগীদের। তবে এর পরেও দীর্ঘক্ষণ ইলেকট্রিক না থাকায় চরম সমস্যায় পড়তে হয় রোগী ও রোগীর পরিজনদের। ঘটনার পর রোগী ও রোগীর পরিজনদের চোখে মুখে লক্ষ্য করা যায় আতঙ্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584