নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে ‘লক ডাউন’ চলছে। এর মধ্যেও বসন্তের পাতা ঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগানোর ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। গত কয়েক দিন ধরে সোনামুখী বনাঞ্চলের বিভিন্ন অংশে ধারাবাহিক আগুন লাগানোর ঘটনায় উদ্বিগ্ন বনদফতর।
কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছে তার তদন্ত শুরু করেছে বনদফতর। একই সঙ্গে সোনামুখীর বিভিন্ন অংশে সাধারণ মানুষকে সচেতন করতে বনদফতরের পক্ষ থেকে ধারাবাহিক প্রচার চলছে।
তবে বিশেষজ্ঞদের মতে, এভাবে জঙ্গলে আগুন লাগানোর ঘটনায় বনজ সম্পদের ক্ষতির পাশাপাশি বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বন্যপ্রাণী সহ অন্যান্য জীবজন্তুর প্রাণ হানির আশংকা তৈরী হচ্ছে।
এই অবস্থায় জঙ্গলে আগুন লাগানোর ঘটনা বন্ধ করতে বন দফতরকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকে।
আরও পড়ুনঃ এলাকায় যুবকদের ছত্রভঙ্গের জেরে জনতা-পুলিশের খণ্ডযুদ্ধ, পলাতক অভিযুক্তরা
যদিও জঙ্গলে আগুন লাগানোর ঘটনা স্বীকার করে নিয়েছেন সোনামুখীর বনাধিকারীক দয়াল চক্রবর্ত্তী। তিনি বলেন, জঙ্গলে কে বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে তা বোঝা যাচ্ছে না। বনকর্মীরা সব সময় পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে।
তবে তাদের নিজস্ব তদন্তের প্রাথমিক পর্যায়ে চোরা শিকারী, স্থানীয়দের একাংশের যোগ রয়েছে বলেও তিনি জানান।একই সঙ্গে লক ডাউনের দিন গুলিতে জঙ্গলের ভিতরে কোন ব্যক্তিকে দেখতে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584