আগামীদিনে অতিবৃষ্টি ও খরার প্রবণতা বাড়বেঃ খড়গপুর আইআইটির গবেষক

0
52

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে আগামী দিনে অতিবৃষ্টি ও খরার প্রবণতা বাড়বে। খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাজীব মাইতির নেতৃত্বে হাইড্রো ক্লাইমেটোলজি গ্রুপের গবেষকদের গবেষণায় উঠে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য।

massive rain | newsfront.co
ফাইল চিত্র

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাজীববাবু বলেন, “প্রাকৃতিক নিয়মেই সব হচ্ছে। এটা প্রতিরোধ করা সম্ভব নয়। কিন্তু পূর্বাভাস থাকলে সতর্ক হওয়া যায়। আমাদের গবেষণায় দেশের জলবায়ু পরিবর্তনের বিষয়টি উঠে এসেছে।

আরও পড়ুনঃ পার্থসারথী রায়কে নোটিশ ধরাল এনআইএ

ভবিষ্যতে দক্ষিণ ভারত ও হিমালয়ের পাদদেশ এলাকায় অতিবৃষ্টির প্রবণতা বাড়বে।” এর কারণ হিসাবে গবেষকরা দেখিয়েছেন, ভারত মহাসাগরের পশ্চিম প্রান্তের সমুদ্রপৃষ্ঠ ঘনঘন গরম (ইন্ডিয়ান ওসেন ডাইপোল) হওয়ার কারণেই দেশে জলবায়ু পরিবর্তন হচ্ছে।

তাই খরা ও অতিবৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। অধ্যাপক রাজীববাবুর নেতৃত্বে ইমরান খান, মায়াঙ্ক সুমন, শুভার্থী সরকার, রিয়া দত্ত, মানালি পাল সহ গবেষক পড়ুয়ারা কয়েক বছর ধরে গবেষণা চালিয়ে ‘টাইম ভ্যারিং মডেল’ এবং ‘মেশিন লার্নিং মডেল’ নামে দু’টি পদ্ধতির কথা জানিয়েছেন। এই দু’টি পদ্ধতির মাধ্যমে অতিবৃষ্টি এবং খরা কোথায়, কখন হবে, তার পূর্বাভাস বলা সম্ভব হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here