নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্য করে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের বিভিন্ন ব্লক থেকে শুরু করে আলিপুরদুয়ার শহরে প্রবল বৃষ্টি হওয়ায় নাজেহাল জনজীবন। একদিকে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, সরকার থেকে নেওয়া হয়েছে কঠোর সিদ্ধান্ত।
এরই মাঝে প্রবল বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ারের কালজানি, নোনাই ডিমা, রায়ডাক, সংকোশ নদী ফুঁসছে। আবহাওয়াবীদদের মতে, লাগাতার এই বৃষ্টি হলে আলিপুরদুয়ারে বন্যার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রশাসন থেকে রাখা হচ্ছে কড়া নজরদারি।
আরও পড়ুনঃ কালিয়াচকে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য-টাকা সহ গ্রেফতার চার
আলিপুরদুয়ারের এক বাসিন্দা রঞ্জন রায় বলেন, “আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্য করে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে। স্বাভাবিক ভাবেই জনজীবন বিপর্যস্ত।” তবে রবিবার পর্যন্ত এই বৃষ্টি হলে আলিপুরদুয়ারে বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584