নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
শুক্রবার ভোররাত থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে রায়গঞ্জ শহর সহ পার্শ্ববর্তী এলাকায়। টানা বৃষ্টিতে শহরের একাধিক এলাকায় জল জমে যায়। সকালের এই জমা জলে স্বাভাবিক কাজকর্ম করতে বিপাকে পড়েন শহরবাসী।
কিছু ওয়ার্ডে হাঁটু জল জমে যায়। পরে বৃষ্টি থামলে সেই জল পুরসভার নর্দমায় নেমে যায়। এই বৃষ্টিতে সবচেয়ে বিপাকে পড়েছেন রায়গঞ্জের কুলিক নদীর বন্যায় বাঁধের উপরে আশ্রয় নেওয়া শরণার্থীরা। তারা অস্থায়ী তাবু করে আশ্রয় নিয়েছেন। প্রবল বৃষ্টিতে সেই ত্রিপলের তাবুর অধিকাংশই ভেঙে গিয়েছে।
আরও পড়ুনঃ পেট্রল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঝাড়গ্রামে
কুলিক নদীতে জলের স্তর বেশি থাকায় বাঁধের স্লুইস গেট খোলা যায়নি। ফলে নদী সংলগ্ন নীচু এলাকায় জল জমে গিয়েছে। নীচু এলাকার বাসিন্দাদের বাঁধের উপরে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে পুর কাউন্সিলররা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584