নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ঘাটাল লোকসভা এলাকায় ভোটের প্রচারে সমস্ত রাজনৈতিক দলের প্রথম ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যানের রুপায়ন।আর সেই ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়নের বিষয়ে কি ভাবছে নির্বাচিত সাংসদরা,জিতলে কি ভূমিকা নেবেন তারা? হারলেই বা কি করবেন তা যানতে নির্বাচিত সাংসদদের চিঠি দিয়ে জানতে চাইলো ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন কমিটি।
নির্বাচিত প্রতিনিধিদের পাঠানো চিঠির প্রতিলিপি সাংবাদিক সম্মেলন করে বুধবার তা প্রকাশ করলো ঘাটাল মাস্টার প্ল্যান কমিটি।ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ন চন্দ্র নায়ক বলেন,
“ঘাটালের মানুষদের ভুল বোঝাচ্ছে রাজনৈতিক দলগুলি।প্রতিবছর ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় বন্যায় ক্ষতি হয়ে আসছে।বন্যা নিয়ন্ত্রণের দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন কমিটি আন্দোলন করে চলেছে দীর্ঘ দিন ধরে ,কিন্তু নির্বাচন আসলেই রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রচারের মূল ইস্যু রাখছে ঘাটাল মাস্টার প্ল্যান,আর নির্বাচন কাটলেই কারো দেখা নেই,তাই আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন কমিটির তরফ থেকে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধিদের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছি। তাদের লিখিত জানাতে বলা হয়েছে নির্বাচনী মণ্ডলীর কাছে।”
জানা যায় বেশ কয়েকদিন আগেই ঘাটাল দাসপুরের নির্বাচনী প্রচারে এসে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বলে গিয়েছেন,জয়লাভ করতে পারলে তাহলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণের জন্য অনুমতি নিয়ে আসবেন।এমনকি গতবারের তৃনমূল সাংসদ দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সংসদে দাবী জানায়।
আরও পড়ুনঃ দীপার সমর্থনে প্রচারে এসে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন রাহুল
এদিকে ঘাটালবাসী পথ চেয়ে বসে কবে রূপায়ন হবে ঘাটাল মাস্টার প্ল্যান।যে বিষয় নিয়ে এতো প্রতিশ্রুতির বন্যা সেই ঘাটাল মাস্টার প্ল্যান যতদিন না হচ্ছে মানুষ বন্যার জন্য অবশ্যই ক্ষতিগ্রস্থ হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584