নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
অবিলম্বে ঘাটাল মাস্টারপ্ল্যানে অর্থ বরাদ্দ করে বন্যা সমস্যার স্থায়ী সমাধান, শিলাবতী নদীবাঁধের দুর্বল অংশ মেরামত, হরিশপুর-জোতকানুরামগড়ের অকেজো স্লুইশ সংস্কার, পলাশপাই নদীর উপর ভেঙে যাওয়া কাঠ ও বাঁশের সেতু পুননির্মাণ ও ওই স্থানগুলিতে দ্রুত কংক্রিটের ব্রিজের জন্য অর্থ মঞ্জুর, মহিষঘাটায় পাকা ব্রিজের অ্যাপ্রোচ অংশ অতি স্বত্ত্বর মেরামত, বহু ক্ষতি সৃষ্টিকারি কচুরিপানা কংসাবতী ব্যারেজ থেকে বর্ষার সময় পরিষ্কার সহ ১৩ দফা দাবিতে শুক্রবার ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে ঘাটালের মহকুমা শাসকের নিকট বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি পেশ করে ডেপুটেশন দেওয়া হয়।
আরও পড়ুনঃ বহরমপুরে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন
প্রতিনিধিদলে ছিলেন কমিটির অন্যতম উপদেষ্টা রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিক্ষক দুলাল কর ও কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি। বিক্ষোভকারীরা ঘাটাল বাসস্ট্যান্ড সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে ঘাটাল মহকুমা শাসক অফিস পর্যন্ত মিছিল করে মহকুমা শাসকের গেটে বিক্ষোভ প্রদর্শনে সামিল হন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫ আগাষ্ট ভোরবেলায় পলাশপাই নদীর উপর মহিষঘাটায় পাকাব্রীজের অ্যাপ্রোচ অংশ ধ্বসে গিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়।তারও পূর্বে কংসাবতী ব্যারেজের ছাড়া জলে ভেসে আসা কচুরিপানায় কন্যাশ্রী সেতু সহ বেশ কয়েকটি সেতু ভেঙে জলে ভেসে গিয়েছিল।
আরও পড়ুনঃ ছাত্র-যুবর মন জয়ে শাহরুখের সিনেমার নামে তৃণমূলের নয়া পোস্টার অভিযান ‘ম্যায় হুঁ না’
ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ওই দিনই রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং জেলা শাসক, মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ঐদিনই ভেঙে যাওয়া ব্রিজের কাছে নৌকা দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হয়। ওই সংগঠনের দাবি, দ্রুত ঘাটাল মাস্টারপ্ল্যান মঞ্জুর করতে হবে। সেই সঙ্গে অর্থ বরাদ্দ করে কাজ শুরু করতে হবে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584