কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
আইএসএল লীগে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই সিটি এফসি ও মোহনবাগানের মধ্যে ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে পাঁচ নম্বরে নেমে গেল মোহনবাগান। বৃহস্পতিবার গোয়ার পন্ডিত জহরলাল নেহেরু স্টেডিয়ামে আইএসএল লীগের প্রধান প্রতিপক্ষ মুম্বাইয়ের বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ শেষ করল মেরিনার্সরা।
এদিনের ম্যাচ আক্রমণ প্রতিআক্রমনের মধ্যে দিয়ে শুরু হলেও ম্যাচের ৯ মিনিটের মাথায় মুম্বাই এফসি রক্ষণের ভুলে বক্সের মধ্যে বল পেয়ে ডেভিড উইলিয়াম মোহনবাগানকে দুর্দান্ত গোলে এগিয়ে দেন। বিদেশি ডেভিড উইলিয়ামস এটাই ছিল তাঁর পঞ্চাশতম আইএসএল ম্যাচ। গোল করে মোহনবাগান আরোও আক্রমণাত্মক হয়ে ওঠে। কিন্তু ঠিক গতির বিপক্ষে ম্যাচের ২৪মিনিটের মাথায় বাঁ দিক থেকে মুম্বাই এফসি ক্রস প্রীতম কোটাল বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন মোহনবাগান ডিফেন্ডার, ম্যাচের ফলাফল ১-১ হয়ে যায়। প্রথমার্ধে মুম্বাই সিটি এফসি বেশ কয়েকটি সুযোগ পেয়ে ছিল। কিন্তু এদিনের ম্যাচে মোহনবাগানের গোল রক্ষক আমরিন্দার দুর্দান্ত কয়েকটা সেভ করেন।
It's been 5️⃣0️⃣ days since @MumbaiCityFC's last win 😮#MCFCATKMB #HeroISL #LetsFootball pic.twitter.com/W9PeSXsdql
— Indian Super League (@IndSuperLeague) February 3, 2022
.@lzchhangte7 has looked sharp on his #HeroISL debut for @mumbaicityfc 👀#MCFCATKMB #LetsFootball pic.twitter.com/ZAPTwJ4ttm
— Indian Super League (@IndSuperLeague) February 3, 2022
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মুম্বাই সিটি এফসি একের পর এক আক্রমণ করে মোহনবাগান বক্সে কিন্তু ফরওয়ার্ড লাইনের ব্যর্থতার জন্য গোলে রূপান্তর করা যায়নি। এদিন তাদের দলের অন্যতম সেরা ফুটবলার ইগর আঙ্গুলোকে বাদ দিয়ে মাঠে নামে মুম্বাই সিটি এফসি। ফলে মুম্বাই এফসির সমস্ত আক্রমণ বারবার মোহনবাগানের বক্সের মধ্যে ঝিমিয়ে পড়ে। অপরদিকে মোহনবাগান কোচ ফেরান্ড ডেভিড উইলিয়ামসের পরিবর্তে জনি কাউকে মাঠে নামান কিন্তু তিনিও কোন দাগ কাটতে পারেনি। গত ডার্বি ম্যাচের সেরা কিয়ান নাসিরীকে এদিনের ম্যাচে প্রথম থেকে মাঠে নামাননি কোচ ফেরান্ড। ম্যাচের ৮৫ মিনিট কিয়ানকে নামনো হয়।তবে নেমেছে মোহনবাগানের তিরি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দুর্দান্ত ফুটবল খেলেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন।
আরও পড়ুনঃ আইপিএলের পঞ্চদশ আসরের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ, তালিকায় থাকছেন ৫৯০ ক্রিকেটার
গত কলকাতা ডার্বি ম্যাচে দুর্দান্ত জয়ের পর মোহনবাগান সমর্থকরা আজকের ম্যাচে জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন তাদের আইএসএল লীগের অন্যতম প্রধান প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসিকে হারিয়ে তালিকায় উপরে উঠে আসবে। কিন্তু কোনরকমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হলো মেরিনার্সদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584