অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
ফের ড্র। বেঙ্গালুরু ম্যাচ জয়ের পরে কেরালা ব্লাস্টার্স আর এবার চেন্নাই এফ সি ম্যাচও ড্র করল এসসি ইস্টবেঙ্গল। প্রথম লিগের ম্যাচেও ড্র হয়েছিল ২-২ ব্যবধানে কিন্তু এদিন গোল শুন্য ড্র। দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও দুই দলের খেলাতেই তেমন গোলের খিদে দেখতে পাওয়া যায়নি।
অর্ধেকের থেকে বেশি সময় ম্যাচে দশ জনে খেলে ইস্টবেঙ্গল। ম্যাচের বয়স তখন ৩০ মিনিট বিপক্ষের রহিম আলিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অজয় ছেত্রী। দশজনে গোটা ম্যাচ খেলে চেন্নাইকে রুখে দিল লাল হলুদ ব্রিগেড।
আরও পড়ুনঃ বিতর্ক দূরে ঠেলে ট্রাউ ম্যাচ জিততে চান মহামেডান কোচ
চলতি মাসে মাত্র ১২দিনের ব্যবধানে চারটি ম্যাচ খেলতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে সেটা ও একটা মনস্তাত্ত্বিক জয় টিম ফাউলারের। তবে দলের ছন্দের উপর বিশ্বাস ছিল তাঁর।আশ্চর্যজনক ভাবে দুই দল সেভাবে গোলের জন্য ঝাঁপালো না। কোনো দর্শনীয় ঘটনাও ঘটলো না। বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকলো ইস্টবেঙ্গল। অন্য দিকে বারো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে ছয় নম্বরে চেন্নাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584