অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
দশ জন খেলেও দর্শনীয় ফুটবল উপহার কিন্তু সেই একাধিক গোল মিস ও ডিফেন্স ভুলে এফ সি গোয়ার বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করে ড্র করল ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচের আগে লাল-হলুদের প্রথম একাদশ ছিল নজর কাড়া। কারণ টিম লিস্টেই নাম ছিল না অ্যান্থনি পিলকিংটনের। গত ম্যাচের নায়ককে দলে না দেখে অনেকেই অবাক হন। এদিন শুরু থেকেই একের পর এক আক্রমণ করে গোয়া। তবে দেবজিতের হাত বাঁচালো ইস্টবেঙ্গলকে। লাল হলুদ ও আক্রমণ শুরু করে প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি।
আরও পড়ুনঃ ১২৮৩ গোল! ইনস্টাগ্রাম আপডেট করে পেলের দাবি, তিনিই সেরা
তবে দ্বিতীয়ার্ধে লড়াই হয় ৫৫ মিনিটে ফক্স লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর ৭৯ মিনিটে ব্রাইট গোয়া বক্সে চার জনকে কাটিয়ে গোল করেন যে বিশ্বমানের গোল মেসি, রোনাল্ডো করলে সবাই ধন্য ধন্য করতো।
আরও পড়ুনঃ ঘোষিত সিডনি টেস্টে ভারতের একাদশ, মায়াঙ্কের জায়গায় দলে রোহিত
তবে আনন্দ বেশিক্ষণ টিকল না লাল হলুদের তার দুই মিনিটের মাথায় লাল হলুদ ডিফেন্সের খামখেয়ালিতে গোয়ার দেবেন্দ্র হেড থেকে গোল করে যান। শেষ চারে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ তবুও এক পয়েন্ট দশ জনে খেলে খুশি ইস্টবেঙ্গল সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584